শ্রাবণ দিনে
সুবীর সিনহা রায়
হে বনস্পতি ,
তোমারই মোহিনি ছায়াজালে
ঘিরেছে আজ সমস্ত আকাশ কী জানি !
শ্রাবনমেঘে মাদলের বোল দ্রিমিকি দ্রিমিকি বুকের মধ্যে হুম হুম করে
কোন্ পুরাতন টেনে নিয়ে যায় কারে
বিরহী নীল নির্জন ছায়া ছায়া তলে
অনাগত সুখ স্বপ্ন ঘেরে মোহে
মেঘমল্লার আজ ব্যাকুল অরণ্য মনে
ভেসে যায় দূর, বহুদূরে বনান্তরে ....
তোমারই মোহিনি ছায়াজালে
ঘিরেছে আজ সমস্ত আকাশ কী জানি !
শ্রাবনমেঘে মাদলের বোল দ্রিমিকি দ্রিমিকি বুকের মধ্যে হুম হুম করে
কোন্ পুরাতন টেনে নিয়ে যায় কারে
বিরহী নীল নির্জন ছায়া ছায়া তলে
অনাগত সুখ স্বপ্ন ঘেরে মোহে
মেঘমল্লার আজ ব্যাকুল অরণ্য মনে
ভেসে যায় দূর, বহুদূরে বনান্তরে ....
হে বনস্পতি ,
তোমারই মোহিনি ছায়াজালে
ঘিরেছে আজ সমস্ত আকাশ কী জানি !
শ্রাবনমেঘে মাদলের বোল দ্রিমিকি দ্রিমিকি বুকের মধ্যে হুম হুম করে
কোন্ পুরাতন টেনে নিয়ে যায় কারে
বিরহী নীল নির্জন ছায়া ছায়া তলে
অনাগত সুখ স্বপ্ন ঘেরে মোহে
মেঘমল্লার আজ ব্যাকুল অরণ্য মনে
ভেসে যায় দূর, বহুদূরে বনান্তরে ....
তোমারই মোহিনি ছায়াজালে
ঘিরেছে আজ সমস্ত আকাশ কী জানি !
শ্রাবনমেঘে মাদলের বোল দ্রিমিকি দ্রিমিকি বুকের মধ্যে হুম হুম করে
কোন্ পুরাতন টেনে নিয়ে যায় কারে
বিরহী নীল নির্জন ছায়া ছায়া তলে
অনাগত সুখ স্বপ্ন ঘেরে মোহে
মেঘমল্লার আজ ব্যাকুল অরণ্য মনে
ভেসে যায় দূর, বহুদূরে বনান্তরে ....
(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)
No comments:
Post a Comment