Thursday, July 2, 2020

আবার এসেছে আষাঢ় 
নীহার রঞ্জন দাস

আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, এই নিয়ে কতটা আষাঢ় আমরা পেছনে ফেলে এসেছি মনে আছে তোমার ? মনে থাকার কথা নয় জানি , আমার কিন্তু ঠিক মনে আছে , আষাঢ়ের বন্যায় ভেসে গিয়ে আমি বলে দিতে পারি কতটা বৃষ্টি ফোঁটায় ডুবিয়েছিলাম তোমাকে । ভাঁজে আটকে যাওয়া ভিজে শাড়ির উষ্ণতায় মেতেছিল আকাশ , রূপতাপসে মত্ত তখন ভুবন । গড়ে নিচ্ছিলাম নিখাদ ভালোবাসার মূর্তী ।মাটি জল হাওয়া রদ্দোর আর রঙতুলির কল্পনায় । ছিল প্রত্যয় ছিল প্রতিশ্রুতি ।জনবহুলে কোনও বাড়ি নয় শুধু একটা ঘর । যাতে ভোরের আলয় ভরে ওঠে মহার্ঘ জীবন । স্বপ্ন থেকে তুমি আজ হাজার মাইল দূর ।ভুলে গেছ অনেক কিছুই , সৃজন বিলাসি মনে এখন ভাঙনের গান । প্রতিটা সকালের অবগাহন শেষে মন্ত্রপাঠে যে গান মুখরিত হত আকাশ বাতাস মাতাল করে তাতে এখন লাশ কাটা ঘরের পচা মাংস গন্ধ । এখন প্রতিটা রাত মানেই আষাঢ় প্রতিটা সকাল মানেই শ্রাবণ । জলের ভিতরে যে জলের ছায়া তার সাথেই বসবাস ।
পুঃন , চিঠি পড়ে এমনটা ভেবনা আমার শোকের কথা লিখেছি , এ আমার সুখ তোমার চাওয়ায় ।


(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)

No comments:

Post a Comment