বৃষ্টি পেয়ে
মহিউদ্দিন বিন্ জুবায়েদ
বৃষ্টি সারাদিন
জীবনটা রঙিন
কামিনী আর কদমফুলে পাতছে যেন সই
তাইনা দেখে ফুলের বনে পাখিদের হইচই।
কুমড়োফুলে জল
মাছগুলো খলবল
আকাশজুড়ে মেঘেরখেলা বৃষ্টি করে ভিড়
কলাবতী দোলনচাঁপাও নইকো তারা স্থির।
কলমি কচু জুঁই
শাপলা কেয়া পুঁই
পুকুর ডোবায় ব্যাঙেরা সব করছে কলরব
বৃষ্টি পেয়ে আষাঢ় মাসে দল বেঁধেছে সব।
(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)
মহিউদ্দিন বিন্ জুবায়েদ
বৃষ্টি সারাদিন
জীবনটা রঙিন
কামিনী আর কদমফুলে পাতছে যেন সই
তাইনা দেখে ফুলের বনে পাখিদের হইচই।
কুমড়োফুলে জল
মাছগুলো খলবল
আকাশজুড়ে মেঘেরখেলা বৃষ্টি করে ভিড়
কলাবতী দোলনচাঁপাও নইকো তারা স্থির।
কলমি কচু জুঁই
শাপলা কেয়া পুঁই
পুকুর ডোবায় ব্যাঙেরা সব করছে কলরব
বৃষ্টি পেয়ে আষাঢ় মাসে দল বেঁধেছে সব।
(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)
No comments:
Post a Comment