ছুটি
শ্যামল কুমার রায়
রোজ রোজ রোববার হলে
কত ভালো হতো!
পড়ার ছুটি, অফিসের ছুটি
ছুটি একঘেঁয়েমি থেকেও।
আর আজ?
'মাগো আমায় ছুটি দিতে বল"
এক আস্ত বিড়ম্বনা!
রোজকার জীবন, রোজকার উঠা পড়া
এটাই তো মধুমাখা।
অথচ সময় থাকতে বোঝা গেল না।
কাজ, কাজের ফিরিস্তি, কাজের ডিপ্রেশন।
ঘরে ফেরার তাড়া, ঘরে সময় কাটানো
না হলেই জ্বালা।
পরিমিতই অমৃত- বোঝে না মন।
ঘর, ঘরনী- সব অসহ্য আজ
মুক্তি চায় মন, মুক্তি করোনা ভয় থেকে।
উড়তে চায় খোলা আকাশে
শ্বাস নিতে চায় বুক ভরে।
জড়িয়ে ধরতে চায়
উষ্ণ আলিঙ্গনে ঈদে, বিজয়ায়।
পাবজি ছেড়ে চায় পায়ে বল
ছুটি চায় ছুটি থেকে।
(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)
No comments:
Post a Comment