আদতে আনাড়ি
পাপিয়া চক্রবর্তী
এক হাতে তালি বাজে না
তাল ঠোকা যায়
আহা জীবন ।সুরেলা -
একজোড়া ঠোঁটেও চুমু হয়
তবে দু'জোড়া ঠোঁটে তালা তালা খেললে
খোলা হাওয়ায় চাবি দিয়ে হয়
আহা জীবন । সরল-
লক্ মানে তালা
কী মানে চাবি
লিপ্ মানে ঠোঁট
শিষ্ট শিশুতোষ --
(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)
(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)
No comments:
Post a Comment