Thursday, July 2, 2020

আষাঢ় ধারা নামে 
মজনু মিয়া

গগন কালো বজ্রপাতে 
মেঘ তুমুল নাচ আজ, 
ভয়ে হৃদয় কাঁপন ধরে 

কপালে তাই ভাঁজ।   

ছাতা হাতে কাগজ মাথে 
চলছে মানুষ দূর, 
ঘোমটা পড়া আকাশ দেখে 
হয়নি বুঝি ভোর!

ঝিরিঝিরি কিংবা দমকা 
ঘন ফোঁটার জল, 
ঝরে ঝরে নদী নালা 
ভরে ডুবা খাল। 

হাম্বা হাম্বা ডাকে গরু 
জেলে ফেলে জাল, 
ছোট মাছের হয় আনন্দ 
দেয় জলে যে ফাল। 

বছর ঘুরে আবার আসে 
আষাঢ়ের এই মাস, 
নৌকার মাঝি পাল তুলে দেয় 
লাঙ্গল জোয়াল চাষ।

(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)

No comments:

Post a Comment