মুজনাই
অনলাইন চৈত্র সংখ্যা ১৪৩০
চৈত্রের খরতা
মজনু মিয়া
রুদ্রের বারুদ রূপ, ঝরা পাতারা মরমরে
ঘর্ষণে ঘর্ষণে আগুন জ্বলে উঠে কখনো।
ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় বসতবাড়ি ও
জীবিকার অন্বেষনে তৈরী ব্যাবসা দোকান।
চৈত্রের ঘামে ভেজা শরীর, মন মস্তিষ্ক কে
উত্তাপ করে রাখে। কচি পাতার সংসার
নবরূপে সাজায় প্রকৃতি তার আপন রূপে।
কচি ধানের খেতে বাতাস নাচে মন হাসে।
পার্বণের উৎসবকথা গাঁথা চৈত্র মাস জানি,
পরাতনের বিদায় বিরহ নিয়মমাফিক চলে।
নতুন কে বরণের টানটান উত্তেজনা বহে-
সাজ সাজ রব চারদিকে,, নবাগমনের বার্তা।
No comments:
Post a Comment