মুজনাই
অনলাইন চৈত্র সংখ্যা ১৪৩০
কিছু কথা বাকি রয়ে গেল...
শ্যামলী সেনগুপ্ত
কী যেন কথা ছিল
বলব বলব করে
ফিরেছে দিন
কত যে গোধূলী বেলা
আলতা রঙিন আকাশ
দেখে দেখে ভেবেছি
এবার বলি
ও আকাশে সিপিয়া রং
সন্ধেটি আরও ঘন
বলব বলে সবে দু'ঠোঁট জড়ো
তখন একলা কাক
সপাটে ঝাপটে পাখা
আকাশ পেরলো
চমকে সেদিকে চাওয়া
সেখানেই থেমে যাওয়া
ঠোঁট দুটি খোলা
আর দৃষ্টি অবাক
রাত্রি নেমেছে দেখে
নোনাবালিজল মেখে
ফিরে আসার
সেই স্মৃতিটুকু থাক।
No comments:
Post a Comment