Wednesday, April 17, 2024


 


প্রিয় শহর,
আসছে নতুন বছর । আমি নিজের জীবনে বেশ প্রতিষ্ঠিত। তবে এই সুন্দর একটা জীবন দেওয়ার পেছনে জন্মভূমি তোমার অবদান কম নেই! নতুন এই বছরে তোমাকে শুভেচ্ছা জানাতেই হবে। এই জীবনে চলার পথে আমরা যা কিছুই করি না কেন। তার অনেকটাই তোমার দান । আমার সাফল্যে প্রকৃতির অবদান কম নয়। তোমার স্পর্শে নতুন বছরের জীবন হয়ে উঠুক রামধনুর মতোই রঙিন। সূর্যের মতো উজ্জ্বল । গোলাপের মতোই সুগন্ধ ছড়িয়ে পড়ুক আমার জীবন জুড়ে। জীবনের ৪৫ টি বসন্ত পেরিয়ে গেছে তবুও তোমাকে কোনদিন শুভেচ্ছা বার্তা পাঠানো হয়নি। কিন্তু এ বছর মুজনাই সাহিত্য সংস্থা পত্রিকার ভাবনায় আমার এই সৎ ইচ্ছা।
প্রকৃতি, তোমার কি মনে আছে কি? সেই দিনটির কথা যে দিনটিতে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম তোমার কোলে। তখন তুমি তোমার মানসাই-সুটুঙ্গার স্নিগ্ধ হাওয়ায় আমাকে কেমন সতেজ ও প্রস্ফুটিত করে রেখেছিলে।তোমার শীতল হাওয়া আমাকে উজ্জীবিত করত। তোমার কোমল শীতলতা আমার মনকে নাড়িয়ে দিত। তোমার মনে আছে কি? সেই দিনটির কথা যেদিন তুমি আমাকে তোমার পাঠশালায় আমাকে পাঠ দানে সুযোগ করে দিয়েছিলে। কখনো যদি পড়তে পড়তে ক্লান্ত মনে হতো। তখন তুমি তোমার প্রাকৃতিক সৌন্দর্যে আমার মনকে ভরিয়ে দিতে আনন্দে। আবার কখনো তুমি তোমার সংস্কৃতি প্রিয় ভূমিতে আমাকে সংস্কৃতি পরায়ন করার জন্য আয়োজন করতে সারস্বত উৎসব ও শিবরাত্রি মেলা ইত্যাদি ইত্যাদি। মনে আছে তুমি তোমার সম্প্রতির বার্তা সবার কাছে পৌঁছে দিতে উদাহরণ স্বরূপ তুলে ধরেছিলে তোমার ঐতিহ্যময় সেই মদনমোহন ঠাকুরবাড়ি ও জুম্বা মসজিদটির কথা! বলেছিলে ওরা এক বৃন্তে দুটি কুসুম । তুমি হয়তো ভুলে গেছো, সেই দিনটির কথা! যেদিন তুমি আমাকে প্রকৃতির পাঠ করানোর জন্য আব্বাসউদ্দিন ও পঞ্চান্ন সেতুর উপর দিয়ে নিয়ে গিয়েছিলে সেই মানসাই-এর প্রকৃতির কোলে গড়ে ওঠা ত্রিকোনিয়া ইকোপার্কে। আবার যেদিনটিতে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। সেদিনটিতেই তুমি আমাকে ঠাঁই দিয়েছিলে তোমার প্রকৃতির সেবালয়ে।

তোমার এই প্রকৃতিমনস্কতা, সংস্কৃতির প্রবাহমানতা, সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুন্দর ভুবনে আমাকে লালিত পালিত করে বিকশিত করে তোলার জন্য শুভ নববর্ষে তোমাকে শতকোটি নমস্কার ।

ইতি----
প্রকৃতির কোলে বেড়ে ওঠা তোমার একজন


সঞ্জয় সাহা 

No comments:

Post a Comment