Thursday, April 4, 2024


 

মুনা 

অনলাইন চৈত্র সংখ্যা ১৪৩০



শেষ লগ্নে
আকাশলীনা ঢোল

পলাশগুলি ঝরে যাচ্ছে একটি -দুটি-
তিনটি করে -
কৃষ্ণচূড়ার লালেও এখন বিষণ্ণতার ছোঁয়া,
চৈত্রের এই প্রহর শেষের রাঙা
আলোতেও, কেমন ঔদাসীন্যের ছাপ,
বছরের শেষ লগ্নে উত্তাপকে স্বাগত
জানাতে কেবল প্রস্ফুটিত আমের মুকুলগুলি।
মাঝে মধ্যেই সন্ধ্যাকালে কালবৈশাখীর হানা -
ধুলোর কণায় মিশতে থাকে
বৃষ্টি ভেজা গন্ধ,
বর্ষবরণের প্রস্তুতিতে হঠাৎ মনে পড়ে,
মন কেমন করা অতীত স্মৃতি -
'পয়লা বৈশাখ '।
শেষ লগ্নে ক্লান্ত কোকিল
ডাকছে শ্রান্ত স্বরে,
প্রখর হয়ে উঠছে আরও
দীর্ঘ দিনের রৌদ্র।


No comments:

Post a Comment