Thursday, April 4, 2024


 

মুনা 

অনলাইন চৈত্র সংখ্যা ১৪৩০


সময়ের সংলাপ
প্রতিভা পাল 

নদীর ধারারেখ প্রবাহের মতো 
অতীত-আগামীর কথোপকথনে
সংঘাত নেই কোনও।
বিক্ষুব্ধ স্মৃতির আনাচে-কানাচে 
কেবল কিছু পিছুটান, কিছু অস্ফুট উচ্চারণ! 
শান্ত স্রোতের মতো নীরব তবু 'আজ' 
তার নির্নিমেষ চাহনিতে, 
দ্বিধা-দ্বন্দ্ব দৈনন্দিন যাবতীয় 
যত্ন নিয়ে সময়ের সংলাপ লিখে চলে
জীবনের অভিনয়ে!

নদী মোহনায় সমাপ্তি ও সূচনার সন্ধি যেমন
চৈতী হাওয়ায় কালবৈশাখী মিলেমিশে গেলে
বসন্ত-বৈশাখ নির্দ্বিধায় আঁকে সমাবর্তন ! 
বছরভর অপেক্ষাগুলোর 
কেবল কিছু আক্ষেপ, কিছু আবেগ 
স্তূপীকৃত হয় বসন্তমনে, 
সময়ের সংলাপ তবু লেখা হয় 
নতুন বছরের আয়োজনে..... 

No comments:

Post a Comment