Wednesday, July 2, 2025


 


বর্ষা এবং মাটির গন্ধ

রীতা মোদক 


তৃষ্ণার্ত চাতক পাখির কাতরতা
আর বুক ফাটা ভূমির আর্তনাদে
বুঝি বর্ষা আসে বাংলায়।
ভরা বর্ষায় ভরে যায় নদী নালা
খাল বিল এবং
ছোট বড় ডোবা।

বৃষ্টি স্নাত কচু গাছের ফুলগুলো
ধীরে ধীরে হলুদ হয়ে উঠলে
 তখন আমার ও ইচ্ছে করে...
 সোঁদা মাটির গন্ধ গায়ে মেখে
সবুজ ফলাই নিষিক্ত মাটিতে।

No comments:

Post a Comment