তবুও হেঁটে যাব
দীপজয় সরকার
কাটাকুটি আজ খাতা ছেড়ে
নেমেছে রাস্তায়।
বিবেকের কাছে হার মেনেছে
সত্যবাদী হৃদয়।
মরীচিকা সেজেছে সমাজ।
মাকড়শারাও বেঁধেছে ভয়ার্ত মায়াজাল।
তবে, কান্তশ্রী রোদে আজও তৃষ্ণার্ত
বিমূর্ত সত্যনিষ্ঠ জন।
সত্যের আলপথে আজও
কালো রক্তের ছাপ।
তবুও হেঁটে যাব সেই পথে,
রাহী পেলেও পাব
বলিষ্ঠ হতে ভয় কী!
No comments:
Post a Comment