Wednesday, July 2, 2025


 

নীলকুরিঞ্জির হাসি 

     ছবি ধর 
      
তোমার চরণ চিহ্নে রেখে যাও এক পশলা হাসি 
         আমন ধানের শীষে যেমন মিশে থাকে উৎফুল্ল সুখ 
   বেদনা মুছে দিয়ে বলে যাও হাসিটুকু অমলিন রাখার কথা  
         গোলাপের পাঁপড়ির মতো না'ঝরে 
          টিকে থাকাটাই বড় কথা ।
শীতের প্রবল কাঁপুনিতে ভুলে যাই জৈষ্ঠ্যের চোখ রাঙানি। 
         আমরা বেমালুম ভুলে যাই 
ঘণ শ্রাবণের অবিশ্রাম বারিধারা ।
         নেহাত পরিপাটি হই ঈর্সাতে 
         ক্ষোভে ফুঁসতে থাকি অথৈ দ্বন্দ্বে। 
  নীলকুরিঞ্জি ফোটে নীলিমা ছড়ায় দক্ষিণ ভারতের নীলগিরি অঞ্চলে।
 ফুলগুলো স্মরণ করিয়ে যায় হাসিটুকু হৃদয়ে রাখার কথা।

No comments:

Post a Comment