Wednesday, July 2, 2025


 

ছেলেটা দেখেছে স্বপ্ন 
নাহিদ সরদার

ঠিকানাহীন,
 এ কোন ক্লান্ত শিশুটা ঘুমায় ফুটপাতে।
সে কি ভুলে গেছে পথ,
না কি ঈশ্বরের সাথে নেমেছে পথে,
জীবনের প্রয়োজনে।

জবুথবু শুয়ে থাকা 
ছেলেটার সামনেই এক ডালা ফুল।
এ যে পথহারা পথিক নয়, বুঝেছি।
ঝপঝপ শব্দে হেঁটে যাচ্ছে পথিকের দল,
গভীর স্বপ্নে শুয়ে আছে জীবন।

হয়তোবা ছেলেটা দেখছে—
সমুদয় ফুল হয়ে গেল টাকা,
অথবা কোনো এক প্রেমিক কিনে নিল সব ফুল।
তারপর এক ডালা টাকা নিয়ে ছেলেটা ছুটেছে,
তাঁর চারপাশ জুড়ে উড়ে যাচ্ছে দামি দামি খাবার আর পোশাকের দল।

ছেলেটা ঘুমিয়ে আছে,
সামনে ফুলের ডালা।
ঝপঝপ শব্দে হেঁটে যাচ্ছে পথিকের দল,
ছেলেটা দেখছে স্বপ্ন।

No comments:

Post a Comment