কাঁটাতার
অমিতাভ চক্রবর্ত্তী
এক মাটি , এক বাতাস, এক আকাশ
তবু কাঁটাতারের দুপাশে বদলে যায় জীবন
একদিকে তীব্র বিশৃঙ্খলা
অন্যদিকে আশ্চর্য নীরবতা
সুতার দুপাশে যেন দুই পৃথিবী
যে জল শুষে নেয় কান্না
মেঘ হয়ে ঘুরে বেড়ায়
আপন খেয়ালে
মাটিতে পড়েই দু'ভাগ
এদিক আর ওদিক।
মৃত্যু কাতরতার ভ্রুকুটি উপেক্ষা করে
গেরুয়া সলতে পাকায় ভয়ার্ত জীবন।
No comments:
Post a Comment