চলন
উৎপলেন্দু পাল
মন্দিরে ঘন্টা বাজলে
বেঁধে ফেলি উদ্বাস্তু গাঁটরির গিঁট
হাতরাই হাথরাস পথে অমৃতের মেটে কলস
উর্বশীর চড়াই উতরাই মন্থনের অদম্য আদিম দক্ষতায়
সিসমোগ্রাফ বিস্তৃত হলে
নেমে যাই অভ্যস্ত কৃষ্ণ গহ্বরে
নদিয়া থেকে নীলাচলের পথে পথে ঊর্ধবাহু
শ্রীরাধার পদযুগল লেহণের অবদমিত উগ্র বাসনায়।
No comments:
Post a Comment