Wednesday, July 2, 2025


 

চলন
উৎপলেন্দু পাল 

মন্দিরে ঘন্টা বাজলে 
বেঁধে ফেলি উদ্বাস্তু গাঁটরির গিঁট 
হাতরাই হাথরাস পথে অমৃতের মেটে কলস 
উর্বশীর চড়াই উতরাই মন্থনের অদম‍্য আদিম দক্ষতায় 

সিসমোগ্রাফ বিস্তৃত হলে 
নেমে যাই অভ্যস্ত কৃষ্ণ গহ্বরে 
নদিয়া থেকে নীলাচলের পথে পথে ঊর্ধবাহু  
শ্রীরাধার পদযুগল লেহণের অবদমিত উগ্র বাসনায়। 


No comments:

Post a Comment