Wednesday, July 2, 2025


 

যেতে পারো......

চন্দন দাশগুপ্ত 


যদি ফিরে যেতে চাও, যেতে পারো,
যেতে পারো অতলান্ত খাদের তলায়,
কিংবা কোনও অন্ধকার গুহাকন্দরে,
যেতে পারো সেই বিষণ্ণ শ্রাবণবেলায়
           অপ্রত্যাশিত প্রত্যাখানের বিমর্ষ সন্ধ্যায়,
কিংবা আনন্দবিহ্বল সেই রোগমুক্তির প্রাতে......

যেতে পারো ঘরছাড়া নাবিকের মতো,
                             কোনও এক অচেনা বন্দরে,
যেতে পারো ভেসে মেঘের ভেলায়,
                                   নির্জন অরণ্যের অন্দরে,
নিশ্চয় পেরিয়ে যেতে পারো উত্তাল মহাসাগর,
হয়ত যেতেও পারো এক বিজন নক্ষত্রলোকে.....

যেতে পারো তুষার ঘেরা সাইবেরিয়ায়,
কিংবা সাহারা মরুর বালি-পাথরের নির্জনতায়,
যেতে পারো দুর্গম আলাস্কায়....রোমে...পিরামিডে,
যেতে পারো ভয়ঙ্কর আমাজনে ভেসে, 
শুধু....... কোনোদিন পারবে না যেতে মিশে......
                  ফিরে যেতে অনাবিল শৈশবের দেশে।

No comments:

Post a Comment