Wednesday, July 2, 2025


 

নগ্নতার শহর

মোঃ আব্দুল রহমান 


এ এক অদ্ভূত শহর
একদিকে স্বর্গীয় উদ্যানে পিশাচের ভীড়
বিপরীতে নরকের গোলাপী নর্তুকীর নাচ
মাঝের রাস্তায় ছেঁড়া ছেঁড়া পোশাকে
উন্মাদের দল --- এক টেবিলে চলে জয়ের উল্লাস-
সিংহাসন জিতে গেছি,
হিপ হিপ হুররে..., শহরটা এবার আমার

ধর্মের জুজুতে ঈশ্বর বেচা - কেনা চলে এ শহরে
চেয়ারের মোহে সার্টিফিকেট ইস্যু করে স্বর্গ নরকের
নগ্ন দাঁড়িপাল্লায় মাপা হয় জাতির বিচার

অধিকার কি, বোঝে না নগ্ন জনতা
সুরার বোতল বগলে দেশি মুরগির রোস্ট উৎসব চলে
এ অত্যাধুনিক শহরে কেবল নগ্ন সভ্যতার বাস! কেবল নগ্ন মানুষের বাস!


No comments:

Post a Comment