Saturday, November 2, 2024


 
কবিতা 

উলঙ্গ নামাবলী
অশোক কুমার ঠাকুর



আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, তুমি উলঙ্গ
বিবেকের সামনে দাঁড়িয়ে দেখো তুমিই  বঙ্গ
মুখোশ খুলে দেখো তুমি নিতান্ত এক কঙ্কাল
যতই সুগন্ধী মাখো মুখে, বুকে স্তূপ জঞ্জাল।

নাচো গাও ফুর্তি করো অতঃপর দিন শেষে
অতলে ডুব দাও, কাঁদো, অচেতন আবেশে।
















ছবি- অশোক কুমার ঠাকুর

No comments:

Post a Comment