Saturday, November 2, 2024


 

পোশাকের পরিচয় 
কেতকী বসু 

রূপের কথা বলতে গেলেই অরূপের কথা মনে পড়ে
পোশাকের ওপর লেগে থাকা দাগ দেখে তার গভীরতা মাপা হয়নি কখনও 
সুন্দর চোখের দুফোঁটা কাজল দেখে 
খুচরো টাকায় কিনতে পারি নি সময় 
তাই ফেলে রাখা পোশাকে পুরানো গন্ধ খুঁজি রোজ
আর ভাবি যত্নের থেকে অযত্নের গুণ অনেক বেশি।

ঘষে মেজে নতুন করতে যে সময় চলে যায় 
তাতে অবাঞ্ছিত দাগের সংখ্যা থেকে যায়
তাই সেই সব  দাগ পড়ার আগেই যত্ন করি পোশাকের
আমিও আজ বিচ্ছিন্নতার দাবি নিয়ে খুঁজে চলি অরূপের বাস্তবতাকে
পরিষ্কার প্রচ্ছন্ন  পোশাক তুলে রাখি আলমারিতে
কোনো এক আগন্তুক সময় এলে হিসেব করব রূপ আর অরূপের পার্থক্য
ততদিন পর্যন্ত আগলে রাখি আমার সমস্ত অপরিষ্কার পোশাক
আর রোজ একবার করে গন্ধ নিই পুরানো সেই পোশাকের।

No comments:

Post a Comment