বিষন্ন হেমন্ত
প্রাণেশ পাল
ভগ্ন,নির্জন,একাকীত্বে আচ্ছন্ন অট্টালিকা
প্রবাসী কিশোর কিশোরীর চপলতায়
শরতের সোনা রোদে ভাস্বর !
আগমনী সুরের দোলায় প্রাণ চঞ্চল !
অবহেলিত ইঁটের পাজরের মর্মবেদনা
মাতৃ বন্দনায় আলোকিত,উৎসব মুখর !
নাটমন্দির,পুকুর ঘাট,ঠাকুর দালান,চিলেকোঠা,
জেগে ওঠে মা,গিন্নি-মা এর হাঁকডাকে !
অনাবিল সুখের মুহূর্তে উদ্বেলিত
ভগ্নপ্রায় অট্টালিকার ঘুমন্ত প্রাণ !
হেমন্তের বিষাদ শিশিরে বিষন্ন -----
গ্রাম্য প্রকৃতি,পথ ঘাট,পথচারীদের
অবসাদ,হাহাকার মিশে যায়
হেমন্তের গোধূলির অস্তরাগে !
বিষাদ-গ্রস্থ অট্টালিকা ------
প্রতীক্ষা-রত আগামীর মাতৃ বন্দনায় !!
No comments:
Post a Comment