Saturday, November 2, 2024


 

আকাশ অন্ধকার করে

সজলকুমার টিকাদার



আকাশ অন্ধকার করে ভারী বৃষ্টি আসে;
তার ভিতরে থাকে আবার, দস্যু হাওয়া!

এপাড়ায় রয়েছে আমার দুর্বল বাড়িঘর।
যার একদিকে ছোট্ট ফুলের বাগান
কয়েকটি প্রিয় পোষ্য...
তারা সব আ-মূল কাঁপে। এবং
গা-বেয়ে, ভিজে কান্নার মতো
জল-স্রোত গড়িয়ে নামে

আমি ওদের সবাইকে, স্নেহে 
জাপটে ধরে বলি,

'ভয় কী, আমি তো আছি!'

No comments:

Post a Comment