Saturday, November 2, 2024


 

কেন বিপ্লব ?

স্বপন কুমার সরকার


রেনেসাঁ নিয়ে গল্প পড়েছি,কতশত গল্প 

অভ্যুত্থান আসে রক্তে ভাসে বিপন্ন মানুষ 

তবুও ন্যাংটো পায়ে খালি পেটের লড়াই 

তবে তো প্লাবিত হয় মানসিকতা ।


ঘাসের বীজ খাচ্ছে পেটের দায়ে শিশুরা ছুটে বেড়াচ্ছে উন্মাদের মতন,

বিভৎস সামাজআঁচলে ছেলের লাশ হাতে ভাঙা থালা, তবুও 

একটাকে বুক চিরে রক্ত পানের শপথ নিচ্ছে 

মা মাসি মেয়েরা তবে তো বিপ্লব ।


শোষণের নাগপাশ আর প্রকৃতির অভিশাপ 

কুকুরে মানুষে উচ্ছিষ্টের ভাগাভাগি নিয়ে 

তুমুল যুদ্ধ; জলাতঙ্কের চেয়ে বড়ো ক্ষুধাতঙ্ক 

বিপরীতে উচ্চবৃত্তের ভোগ বিলাস ।


বিপ্লব পড়েছি গিলোটিনে নরবলি শুনেছি 

রাস্তার খাল খন্দর জীবন্ত লাশে ভরে কত গেছে 

সাহেবদের সৌখিন মোটর কার, মানুষ হয়েছে 

কৃতদাস এর পর ঐক্য বুঝেছে ওরা! শোষণ

নিপীড়ন নির্যাতন চরম না হলে ঘুম ভাঙে?


ব্যক্তিস্বার্থ বিজ্ঞাপিত করতে মেকী উন্নয়ন 

কর্মসংস্থান গিলে খেয়ে কৃতদাস গঠন

লোকহিতের নামে টাকা ছিটিয়ে গোলাম গড়া 

সম্মোহিত মানব বোমা নইলে জনচেতনা?


তোমার ঘরের মা বোন নিঃশর্ত খোরাকি ওদের 

বাপের হাত থেকে মেয়ে কড়ে ভোগ করে ওরা 

উলঙ্গ লাশ ছুড়ে ফেলে দেয় ভাগাড়ে

তোমার উৎপাদিত ফসল দিয়ে আসো জলের 

দরে,কিনতে গিয়ে মোছো চোখ বিপ্লব তখন।


এখনও তেমন দিন আসে নি এখনো 

কাজ না পেয়ে না খেয়ে মরে নি একজনও

ভিন্ন রাজ্যে পারি দিলে হতে পারে পরিযায়ী 

এখনও সব ইজ্জত খোয়া যায়নি কেন বিপ্লব?

No comments:

Post a Comment