আপন আলো
রীনা মজুমদার
হেমন্তিকার আঁচলে নিখাদ আলো
জ্বালবে আলো, গভীর আলো।
গাছের পাতায় পাতায় সবুজ আলো
গাছ লাগাও, বাঁচবে প্রাণের আলো।
আকাশে সূর্য তারা, ধ্রুবতারা, উজাড় করা আলো
ভেঙে দাও সীমানা, আসবে মুক্ত আলো।
মানুষের মাঝে সুপ্ত আলো, হিংসার আলো
গুড়িয়ে দাও লালসা ভেদাভেদ, ভরবে মনুষ্যত্বের আলো।
হারিয়ে যায়নি আলোর তেজ
অন্তরের একটিই দীপশিখা, করতে পারে
পৃথিবীকে আলোকিত..
দাও দ্বার খুলে, পণ করি আঁখি তুলে
" দীপালিকায় জ্বালাও আলো, আপন আলো.."
No comments:
Post a Comment