এই শহর এই জীবন ---
গৌতমেন্দু নন্দী
বিশাল এই পৃথিবীতে এশিয়া,ইউরোপ, আমেরিকার মতো বড় বড় মহাদেশ। তারমধ্যে এশিয়া মহাদেশের অন্তর্গত আমাদের দেশ এই ভারতবর্ষ এক উপমহাদেশ। এই উপমহাদেশ আবার অনেকগুলো রাজ্য নিয়ে গঠিত। যে রাজ্যগুলি বেশ কিছু সংখ্যক জেলা নিয়ে গঠিত। প্রতিটি জেলা আবার একাধিক মহকুমার সমাহার। সেই মহকুমায় মধ্যে অবস্থিত একাধিক শহর। সেই শহরগুলির কোন একটির পৌরসভার বিশ-পঁচিশ বা তার অধিক ওয়ার্ডের কোন একটি ওয়ার্ডের বাসিন্দা আমি বা আমরা। অর্থাৎ অসংখ্য বাসভবনের মধ্যে কোন এক নির্দিষ্ট আবাস স্থলের গৃহকোণেই সাধারণত আমাদের শৈশব, কৈশোর,যৌবন এবং বার্ধক্যের বিভিন্ন স্তরের জীবন যাপন নির্ধারিত হয়।
পৃথিবীর নিজস্ব নিয়মেই অক্ষরেখা, দ্রাঘিমা রেখায়ভৌগলিক অবস্থান এবং আহ্নিক গতি, বার্ষিক গতির নির্দিষ্ট বৈজ্ঞানিক নিয়মেই নিয়ন্ত্রিত হয় এই জীবন।শহর--নগরে বা গ্রামে--গঞ্জে। ঠিক তেমনি সাংবিধানিক ও গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে আমাদের
সামাজিক জীবন। আমাদের সমস্ত যাপনেই তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব। আমরা স্বাধীন হলেও
সাংবিধানিক নিয়ম-শৃঙ্খলের আগলে বাঁধা।
আমাদের প্রত্যেকের নাগরিক জীবন ও যাপন সেই নিয়মের অনুসারী। সেই নিয়মেই প্রতিটি জীবন
দাবি করে অর্থনৈতিক ও সামাজিক সমতা। দাবি করে ন্যায়-নীতির সঠিক বিচার ব্যবস্থা এবং দাবি করে হিংসা -দ্বেষ মুক্ত এক সুস্থ সমাজ। যে সমাজে শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো আলোকিত হবে সঠিক পরিবেশ ও পরিষেবার আলোকে। যে নাগরিক জীবন সুস্থ সংস্কৃতির বাতাবরণে স্বাচ্ছন্দ্য বোধ করবে। যে সমাজে অগ্রাধিকার পাবে নারী ও শিশু কল্যাণ। অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যহীন যে
নাগরিক জীবনে থাকবে বিভিন্ন জাতি,ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌভ্রাতৃত্ব বোধের অখণ্ড সংহতি।
কিন্তু বর্তমানে এই শহর,নগর জীবন এক বিরাট প্রশ্নচিহ্নের সামনে। আমাদের শৈশব থেকে বেড়ে ওঠা এই শহর দিনে দিনে কেমন অচেনা হয়ে উঠছে। উদ্ধত, বেপরোয়া, নিয়ম শৃঙ্খলা লংঘনকারীদের
দৌরাত্ম্য ও আস্ফালনে অতিষ্ঠ আজ নাগরিক জীবন। অনেক ক্ষেত্রেই রাজনৈতিক প্রশ্রয়ের কাছেমাথা নত করে পুলিশ ও প্রশাসন। দলীয় রাজনীতির বাড় বাড়ন্তে অন্যায়ের বিরুদ্ধে অদলীয় নাগরিক প্রতিরোধকে অনেক সময় "মূল্য" দিতে হয় অপমানিত বা লাঞ্ছিত হয়ে।
মাঝে মাঝে তাই মনে হয় শহর তুমি কার? গানের চারটি লাইন তখন খুব মনে পড়ে------
" দিশাহীন চোখে খুঁজে যাই
শুধু খুঁজে যাই কী আশায়
এ শহর বড় অচেনা
কেউ বোঝেনা তাকে হায়..…"
মূল্যবোধ হীন রাজনৈতিক ক্ষমতা সর্বস্ব, শিক্ষা ও স্বাস্থ্যে দুর্বিত্তায়ন সর্বস্ব এই নাগরিক জীবনে দুর্নীতির গুমোট বাতাস এখন যেন শ্বাস রোধ করতে চায়। স্বাধীন, গণতান্ত্রিক দেশে এই কি প্রতিশ্রুতি ছিল নাগরিক জীবনের? নারী নিগ্রহ ও ধর্ষণের পাশবিক উল্লাসেও আইনগত জটিলতায় বিলম্বিত অপরাধীর
শাস্তি ----এ কোন্ সমাজ?! কোন্ নাগরিক জীবন?! টাকার অংকে শিক্ষায় ডিগ্রী মেলে, অযোগ্যদের
চাকরি মেলে, মোটা টাকার অংকে চুরি হয়ে যায় মেধাবীদের স্বপ্ন ----এ কোন্ নাগরিক সমাজ?!
এই সমাজ, শহরের জঞ্জাল সরবে কবে জানিনা। তবুও কবি সুকান্ত ভট্টাচার্যের স্বপ্ন নিয়ে আশাবাদী
হোতে কোন দোষ নেই ----তাঁর উচ্চারণই হোকনা আজকে আমাদের সকলের উচ্চারণ -------
" এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার.…"
No comments:
Post a Comment