শহুরে জীবন
মজনু মিয়া
অনেক বেশি ব্যস্ত সময় লোহার মতো শক্ত
জীবনে খুব হিবিজিবি জল হয়ে যায় রক্ত।
দিন পেরিয়ে রাত হলে নানান রকম চিন্তা
চাল, আটা,সবজি সহ কত কিছুই কিন্তা।
মাস পেরোলে বাসা ভাড়া গ্যাস, বিদ্যুৎ বিল
ছেলে-মেয়ের বেতন দিতেই হয়রান হয় দিল।
নয়া জামা নয়া জুতা রঙিন জীবন যাপন চাই
সকাল হলে বেরোতে হয় তা ছাড়া উপায় নাই।
No comments:
Post a Comment