Sunday, September 1, 2024


 

জবানবন্দী 

দেবযানী ভট্টাচার্য


আমি তোমাদের শহরের এক সাধারণ মেয়ে বলছি, হে পুরুষ, আমার জীবনে ঘনিয়ে আসছে এক ঘোর অমনিশা, তোমার ঘৃণার আগুনে পুড়তে পুড়তে লিখে যাই এই জবানবন্দী ---

তোমার নিজস্ব কার্য্য সিদ্ধির উদ্দেশ্যে আমাকে বরাভয়রূপী মহীয়সী মাতা, দেবী রূপে মন্দিরে করেছ প্রাণ প্রতিষ্ঠা ! আবার শিল্পের প্রয়োজনে  প্রতিস্থাপন করেছ স্তন ও যোনি সম্বল এক মাংসপিণ্ডে ।

হে পুরুষ, তুমিই দিয়েছ অর্ধেক আকাশের মর্যাদা, আবার রাতের অন্ধকারে হিংস্র পশুর মতো করেছ যুগপৎ ধর্ষণ ও খুন। যখনই পার হতে চেয়েছি নারীত্বের বন্ধন, শাঁখা, সিঁদুর, লোহার বন্ধনে করেছ আবদ্ধ। আধিপত্য স্থাপনের উদ্দেশ্যে দিয়েছ সোনার খাঁচা। দ্বিধান্বিত অস্তিত্ত্বের মাঝে গড়তে চেয়েছ তোমারই হাতে গড়া এক পুতুল!

হে পুরুষ,পাপ বলতে আমি তোমাদের রচিত চক্রবুহ্য ভঙ্গ করে একটি নিজস্ব রাস্তা তৈরি করতে চেয়েছি। শাস্তি স্বরুপ লিঙ্গের স্পর্ধায় আমায় করেছ আঘাত।

No comments:

Post a Comment