শারদ অর্ঘ্য
মনীষিতা নন্দী
শহরটার গলিঘুঁজিতে, রাস্তায় রাস্তায়
জমে আছে কাদাজল
পঁচাশি হাজারে, হাজারে হাজারে পুজো হ'বে
ফুচকা আলুকাবলি থেকে মদের ফোয়ারা
ব্যান্ড, ড্রামস, ডিজে, কিছুই যাবেনা ফেলা
সাফাইয়ের কাজ চলছে,
দু'দিন পর থেকে মনের ঘরে বাঁশ পড়বে
বড় শহরের ঘন প্যান্ডেল, ছোটো শহরে লঘু
বড় বড় শহরের সবটাই বড় বড়
জায়গায় জায়গায় বড় হোর্ডিং, পোস্টার,
কার্নিভালের রিহার্সাল, নাটক লেখা
মিন্ত্রা, নাঈকা, সেলের ছড়াছড়ি।
ডিজাইনার ব্লাউজ, সাথে হুডা বিউটি প্ল্যাটার,
মায়ের পুজো, কুমোরটুলি ঘুরে ঘুরে
মেপে নিচ্ছে কোমর বুক
প্রাক পুজো উদযাপনে
হাসপাতালে জ্বলছে মেয়ে
এক একটা মৃত্যুতে দশলাখ নিলামে ওঠে
ধর্ষণে বোনাস মেলে কিছু
ছেষট্টি পল্লীতে মাটির প্রতিমা
নগ্ন ঘুরে বেড়ায় সারারাত
সুতো থেকে মাটি; সব শাড়ী জলাঞ্জলি
ডাকের সাজ ছিঁড়ে কেটে
পোকাদের খাদ্য যোগায় সমাজ পেয়ালা
রাস্তায় বসে তিন যুগ বয়সী মেয়ে
এক হাতে প্ল্যাকার্ড, অন্যতে থালা,
গলা বুজে আসে ঝড়,
নবমী নিশিতে শিশুর আর্তনাদ,
পঁচাশি হাজারে নিরাপত্তা দাও একবুক,
দোহাই, আর এসো না মা!
No comments:
Post a Comment