Sunday, September 1, 2024


 

আমার শহর
রুদ্র 

আকাশ ছিঁড়ে নেওয়া বড়ো দালান
শহরের গা খুবলে দেওয়া বিজ্ঞাপন
কংক্রিট কার্পেটে মোড়া রাস্তা
ক্ষয়ে যাওয়া মূল্যবোধের জীবন!

পুকুর ভরাট; প্রোমোটারের হাসি
গ্রাস করতে করতে উধাও সবুজ!
দুর্গন্ধযুক্ত ড্রেন; মশার কামড়
কর্তৃপক্ষের লম্বা চওড়া ভাষণ।

খাবার শূন্য পেট; গরীবের কৃৎকলা
দিনে দুপুরে খুন, ডাকাতি, হপ্তা
কাপুরুষ হয়ে বেঁচে থাকার আশা
হাসপাতালে উদাসীন ভুল চিকিৎসা।

ইঁদুরদৌড়ের ছুটন্ত জীবন
প্রকাশ্য রাস্তায় মানুষের মৃত্যু
মায়াহীন প্রস্তরলিপির বুক
নীতি অনীতির ক্লিশে রাজনীতি।

বস্তির নোংরা ঠাসবুনট বাঁচা
মধ্যরাতে নারীর মায়াবী হাসি
প্রমোদ পার্কের ছায়াঘোর
বুদ্ধিজীবীদের বিস্তর দায়িত্বজ্ঞান!

বিদেশে আশ্রিত সন্তানের বাবা-মা
খেটে খাওয়া মুজুরের ঘাম
উচ্চবিত্তের ঠান্ডাঘর ললিতকলা
ঘুণধরা নৈতিকতার ক্লীব স্বাদ!

মাতালের জড়িয়ে যাওয়া পা
পুলিশের নিষ্ক্রিয়তার কারসাজি
বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গতার যন্ত্রণা
ঘুমিয়ে পড়া ঠিকানাবিহীন ফুটপাত।

সব, সব-ই; এ শহরের নানা হার!
আমার শহর সবই দেয় উপহার!

No comments:

Post a Comment