জীবনের শহর
প্রতিভা পাল
জীবনের কারুকাজ খোদিত
এক-একটি শহরের শিলালিপি,
লিপিবদ্ধ উপলব্ধি।
রাজপথ, অলিগলি জুড়ে যেসব
ছড়ানো ছিটানো কত স্মৃতির ধুলোয়!
ধুলোর ইতিহাস,
কত অনুভবের বসত সেখানে!
ঝুরঝুরে সময়ের কাফনে বন্দি অথচ
সেসব অতিন্দ্রীয় অধ্যায়।
অধ্যাবসায়, আগ্রহ চিনতে শেখায়
একটি শহরের যাপন,
জীবন্ত যাবতীয় জীবাশ্ম!
বিস্মৃত বিস্তৃতির অলিন্দে উঁকি দিয়ে দেখি-
কিছু সংস্কার, কিছু সংস্কৃতি
মৃত্যু ছোঁয়নি আজীবন.......
No comments:
Post a Comment