শহর
অমিতাভ চক্রবর্ত্তী
এ শহর, কি দিয়েছো আমায়?
তীব্র দাবদহে খরার হুংকার,
জ্বলছে গলা, বুক, ভেতরে গ্রীষ্ম
চামড়া ঝলসায়, পৃথিবী চৌচির।
অপমান, প্রতিশোধ, পাষাণ হৃদয়!
নির্জনতাহীন পথ, তীব্র কোলাহল
কারণে অকারণে ছুটে চলা
অসংখ্য মানুষের ঢল...
শুধুই স্মৃতি ভরা মনে
শেষের দিনগুলো উদাস কাটছে,
শরীরে তাই ক্রমশ জমেছে
ধোঁয়াশা, ব্যাথা, জরা, দুঃখ।
No comments:
Post a Comment