Sunday, September 1, 2024


 

সম্পাদকের কথা 

গত মাসে যখন মুজনাইয়ের পরবর্তী সংখ্যার বিষয় জানানো হয়, তখনও স্বপ্নেও ভাবিনি এই শহর এই জীবন কী মারাত্মক হতে চলেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের ঠিক পরদিন যে ভয়ঙ্কর ঘটনা আমরা জানতে পারলাম, তার থেকে নারকীয় কিছু হতে পারে তা কল্পনাও করা যায় না। নিজের কর্মক্ষেত্রে মানবসেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে যিনি আসীন, তাঁকে যদি এভাবে ধর্ষিতা ও নিহত হতে হয়, তবে তার চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। এই জীবন, এই শহর কি আমরা চেয়েছি আদৌ? এই কি আমাদের নাগরিক নিরাপত্তা? এই কি আমাদের মনন? 

মারাত্মক এই ঘটনার পরেও প্রশাসনের ভূমিকা আমাদের ব্যথিত ও ক্রুদ্ধ করেছে। তছনছ হয়ে গেছে আমাদের এতদিনের সব ধ্যানধারণা। অবশ্য যথারীতি এর মাঝেও ফায়দা তুলতে নেমে পড়েছেন অনেক ধুরন্ধর। ক্রমাগত পিছিয়ে যাচ্ছে দোষী বা দোষীদের সনাক্তকরণ ও ন্যায় বিচার। 

রাষ্ট্রের এই ভূমিকায় আমরা স্তম্ভিত। কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। কিন্তু এর শেষ না দেখে থামতে চাই না আমরাও। আমাদের ঘরের সন্তানকে এভাবে মেরে ফেলা হবে, আর আমরা চুপ করে থাকব, সেটা কখনই হতে পারে না। এই রাজ্য তথা দেশের প্রত্যেক নারীর নিরাপত্তা, সম্ভ্রম ও সম্মান যতদিন না আমরা সুনিশ্চিত করতে পারছি, ততদিন হয়ত আমরা নিজেরাও আয়নায় মুখ দেখতে পারব না।   



মুজনাই অনলাইন ভাদ্র  সংখ্যা ১৪৩১


 রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020

হসপিটাল রোড 

কোচবিহার 

৭৩৬১০১

ইমেল- mujnaisahityopotrika@gmail.com (মাসিক অনলাইন)

ক্রোড়পত্রে ব্যবহৃত সংগৃহিত  ছবি- যামিনী রায়   

প্রকাশক- রীনা সাহা    

সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়

 প্রচ্ছদ- মর্নিং আউটডোর গ্ৰুপ, কোচবিহার 

(* প্রচ্ছদ ছবিটি তিলোত্তমার ধর্ষণ ও নির্মম হত্যার প্রতিবাদে ও 

দ্রুত ন্যায় বিচারের দাবিতে   

কোচবিহারের লেখক-শিল্পী-নাট্যকর্মীদের আয়োজিত প্রতিবাদ মঞ্চে আঁকা)


মুজনাই অনলাইন ভাদ্র সংখ্যা ১৪৩১ 


এই সংখ্যায় আছেন যাঁরা

কনক চক্রবর্তী, বেলা দে,  অমলকৃষ্ণ রায়  

গৌতমেন্দু নন্দী, পার্থ বন্দোপাধ্যায়,  পর্ণা চক্রবর্তী, 

আফতাব হোসেন, রুদ্র সান্যাল, অর্পিতা মুখার্জী চক্রবর্তী,

জয়িতা সরকার, দেবযানী ভট্টাচার্য, ঋতুপর্ণা ভট্টাচার্য, 

বটু কৃষ্ণ হালদার, অনিতা নাগ, জয়তী ব্যানার্জী, 

শুভেন্দু নন্দী, জনা বন্দোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী,

লিপিকর, প্রদীপ কুমার দে, সন্তোষ ভট্টাচার্য, 

রুদ্র, গৌতম সমজদার, সম্মিলিতা দত্ত, 

সঞ্জয় সরকার, মজনু মিয়া, মনীষিতা নন্দী, 

প্রাণেশ পাল, কেতকী বসু, অলকানন্দা দে, 

শ্রাবণী সেন, অঙ্কুরিতা দে, প্রতিভা পাল, 

নিতাই দে, মিষ্টু সরকার  

No comments:

Post a Comment