Sunday, September 1, 2024


 

এই শহর, এই জীবন
শুভেন্দু নন্দী 

 "জীবনটা ভাই রেলের গাড়ি,
আমরা সবাই যাত্রী যে।"
সত্যিই তাই।  দৈব বিধানেই তো এক স্থান থেকে আর এক স্থানে জীবন প্রবাহে ভেসে বেড়ানো। তাঁর ইচ্ছেতেই বা নির্দেশে আমাদের চলাফেরা। তিনিই তো ঘটন-অঘটন পটিয়সী।..... ফেলে আসা শৈশবের যে শহরে বা জন্মভূমিতে ছিল শিকড় বা নাড়ীর টান ,তা স্বীকার না করা মানেই তো অস্তিত্বকে অস্বীকার করা। জীবনের ঘাত-প্রতিঘাত,সুখ,দুঃখ, আনন্দ, ব্যথা,বেদনা ইত্যাদিতে যেখানে শৈশরকাল থেকে স্কুল, কলেজ অধ্যয়ন পর্য্যন্ত অনেকটা সময় কেটেছে-সেই স্বর্ণ যুগকে ভুলি কি করে ? যেখানের আকাশ, বাতাস, গাছপালা,বাড়িঘর,সাংস্কৃতিক পরিমন্ডল,সবুজ বনানী, বিদ্যায়তন আত্মীয়-পরিজন ইত্যাদির সঙ্গে অনেককাল   পর্য্যন্ত নিবিড় সখ্যতা গড়ে উঠেছিল,বাবামায়ের স্নেহ, ভালবাসা,আদর ও শাসনে বড় হয়েছিলাম ও বিভিন্ন গুণীজন ও উজ্জ্বল ব্যক্তিত্বের সংস্পর্শে এসেছিলাম- তাঁদের কথা প্রতি মুহুর্তে মনে পড়ে কর্মসূত্রে এই নতুন শহরে আগমনের সময়। সে সময় ছোট্ট প্যারামিটারেের মধ্যে জীবন আবদ্ধ ছিল। শুধু পড়াশোনা। কোনও দায় দায়িত্ব ছিলোনা। এখানে এসে কর্মক্ষেত্রে যাওয়া-আসা,  আর নিজস্ব পরিবারের গুরু দায়িত্ব পালন করা। তবে এই শহর বেশ ঝাঁ চকচকে। সাবেকী আমলের একতলা বাড়ির সংখ্যা খুবই  কম এখানে। আছে বহুতল বিশিষ্ট ফ্ল্যাট।  বাসস্থানের সমস্যা মেটাতে ও তাৎক্ষণিক প্রয়োজনে ফাঁকা জায়গা বা পুকুর ভরাট করে এই ব্যবস্থা। খোলামেলা,মুক্ত ও নিরিবিলি পরিবেশ আছে পূর্বের শহরের মত এখানেও -এটা বোধ করি বলা যাবেনা। তবে সবুজের হাতছানি আছে।  এখানে সৌন্দর্যায়ন বা নগরায়নের দিকে প্রবনতা বেশী -যার জন্য বনজ সম্পদ কিছুটা নষ্ট হয়েছে বা হচ্ছে। প্রকৃতিও তাই সর্বংসহা নন আজ। প্রতিশোধ স্পর্ধী -যার জন্য খরা,অনাবৃষ্টির মত প্রতিকূল পরিবেশের সৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে। এখানেও আছে cultural heritage. আছে প্রচুর জ্ঞানী,গুনী মানুষের সমাবেশ। ওখানকার মত এখানেও নিয়মিত বিভিন্ন occasion এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পূজোপালা পার্বন অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এখন digitalএর যুগ। সে সময়ে ছিল অবসর বিনোদনের জন্য শুধু রেডিও বা ট্রানজিসটর। এখন টিভির বিভিন্ন চ্যানেলে রকমারী অনুষ্ঠান দেখার মত আনন্দ আছে ,তার সাথে  আছে মুঠো বা স্মার্ট ফোনের মত latest invention. আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবদের সাথে কথা চালাচালি বা কুশল সংবাদ, শুভেচ্ছা বিনিময় ছাড়াও ও অন্যান্য multipurpose serve করার মত device. বলা বাহুল্য, আগে এর প্রচলন বা প্রয়োগ ছিলোনা। তাতেই আমরা অভ্যস্ত ছিলাম। আর এখন এতেই......। পূর্বের এবং বর্তমান- দুই শহরই অনেক কিছু দিয়েছে আমায়। দুই শহরই নিজস্ব গুণে অনন্যা। যেহেতু বর্তমানে এখানেই আমার বাসস্থান।  তাই এই শহরই আমার এখন প্রিয়। তবে কি পেয়েছি বা কি পাইনি "তার হিসাব মিলাতে মন মোর নহে রাজী"

No comments:

Post a Comment