চেতনার রাত-দিন
প্রতিভা পাল সেন
তিলে-তিলে বিনষ্ট হওয়া ইচ্ছেগুলো রাত আঁকে মনে-
গভীর রাত; নিস্তব্ধতাও তখন বিকট শব্দে কানে বাজে;
দুমড়ে-মুচড়ে যাওয়া সময়ের লেলিহান চাহনি, ধ্বংসাবশেষ সাজায়;
স্তূপীকৃত-বিষাদের অন্তহীন অধ্যায়, লেখনীর আঁচড়ে মৃতপ্রায়!
রক্তাক্ত অবক্ষয়ের কালসিটে-দাগ উজ্জ্বলতা মাপে;
ভাবনার অসামাজিকতায় রিক্ত অবয়ব!
প্রতিবারই ঘুম ভাঙে আঁধারের, ভোরের অপেক্ষায়;
দুঃস্বপ্নের শিহরণ নিমেষে ভোলার চেষ্টায়, আরও গভীর!
প্রখর সূর্য-কিরণের উষ্ণতায়, শুকিয়ে নেওয়া ক্ষত-
অস্পষ্ট দাগ ছেড়ে আগামীর জন্য আবার প্রস্তুত, অনেক সংযত!
কলঙ্ক খোঁজা চোখ, আধখানা চাঁদেও সন্তুষ্ট!
দুঃসময় শিখিয়ে যায় বোঝাপড়ায়, জীবনের বাস্তব!!
No comments:
Post a Comment