সম্পাদকের কথা
বছর শেষেও আমরা অসহায় প্রকৃতির হাতে। কে জানতো একটি সুক্ষ ভাইরাস এভাবে স্তব্ধ করে দেবে গোটা বিশ্বকে! এই এক বছরে বদলে গেল কত কিছু। আমরা অবশ্য রয়ে গেলাম সেই একই তিমিরে। তবে কিছু দেশে টিকার প্রয়োগ হতে চলে অচিরেই। আশার কথা সেটাই। হয়ত আমাদের দেশেও সম্ভব হবে তা আর কিছুদিনের মধ্যে।
এই অবস্থার পাশাপাশি দেশের অবস্থাও টালমাটাল। অন্নদাতা কৃষকেরা বিক্ষুব্ধ। তাঁদের আন্দোলন ক্রমশ গভীর হচ্ছে। আশা রাখি যে, সরকার তাঁদের কথা মনোযোগ দিয়ে শুনবেন, বিচার করবেন নতুন করে।
এই বছর বহু বিখ্যাত মানুষকে আমরা হারিয়েছি। সব মৃত্যুই অত্যন্ত দুঃখজনক, তবু আলাদা করে উল্লেখ করছি সৌমিত্র চট্টোপাধ্যায় ও অলোকরঞ্জন দাশগুপ্তের নাম। তাঁদের প্রয়াণ বাংলা সাহিত্য ও সংস্কৃতি জগতে অবশ্যই বিরাট ক্ষতি।
আশায় বুক বেঁধে আছি এই ভেবে যে, নতুন বছরে নিশ্চয়ই সব স্বাভাবিক হয়ে যাবে। আবার আমরা ফিরে চেনা সেই পুরোনো পৃথিবীকে।
মুজনাই অনলাইন সাহিত্য পত্রিকা অনলাইন অগ্রহায়ণ সংখ্যা ১৪২৭
মুজনাই সাহিত্য সংস্থা
রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020
হসপিটাল রোড
কোচবিহার
৭৩৬১০১
ইমেল- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, প্রচ্ছদ, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন অগ্রহায়ণ
No comments:
Post a Comment