Sunday, December 6, 2020


 





অন্তহীন 

স্বপন সাহা 


হঠাৎ তোমার সাথে দেখা সেদিন ।

প্রথম দর্শনেই হৃদয়ে উষ্ণতার ছোঁয়া। 

বুঝিনি সেদিন সেই উষ্ণতা স্ফুলিঙ্গের 

আকার নেবে তোমার প্রথম বার্তায়। 

কবে যেন হয়ে উঠেছি একে অপরের পরিপূরক,

পরস্পরের ভালবাসার ছোঁয়ায় ।

কত রাতে স্বপ্ন বুনেছি কত দুজনায় মিলে,

হারিয়ে গিয়েছি স্বর্গের পারিজাত বাগে,

মেঘের ভেলায় চড়ে ।

ভালবাসার কিরণ তার উচ্ছাস ছড়িয়েছে 

মেঘেদের ছাড়িয়ে অনেক অনেক দূরে ।

সহসাই একদিন সেই শরতের মেঘ 

ঘোর বর্ষার করাল রূপে নেমে এল 

মহামারীর আকারে ।

তবুও তারা দূরে সরাতে পারেনি আমাদের,

ভালবাসার অটুট বন্ধনে আবদ্ধ ছিলাম দুজনেই ।

তবে কেন আজ দূরে যেতে চাও 

এই বন্ধন ছিন্ন করে ?

তুমি তো কখনো যাওনি সরে আমার হৃদয় থেকে;

একটি ক্ষুদ্র মূহুর্তে !


এই আমি, শুধুই তোমার জন্য, 

আছি হাজার বছর অপেক্ষায় !

হয়তো সেই অপেক্ষার অনুভূতির স্রোত,

বিন্দুমাত্র তোমার হৃদয় স্পর্শ করে না ।

তবুও আমি আছি নিশিদিন, ক্লান্তিহীন 

অপলক দৃষ্টিতে তাকিয়ে এক অন্তহীন 

অপেক্ষায়, শুধুই তোমার জন্য। 

No comments:

Post a Comment