Sunday, December 6, 2020


 





উত্তরায়ণ

বিজয় বর্মন


উত্তরায়ণে রাতটা খুব ছোট ,

নিশুতির স্বপ্নরা,

নতুন স্বরলিপিতে বাজায় ধামসা মাদল,


হারিয়ে গেছে চাঁদ মনির আলো,

টিম টিম বাতি,

ঝোপঝাড় পেরিয়ে সাজানো বাগান।


সেই সব আজ ইতিহাস,

এখনও মেলা বসে, ফাগুনে ও শ্রাবণে ,

স্বপ্ন পূরণের আশায় জল ঢালা,

স্মৃতিতে লেগে আছে মাটির পুতুলের রং ।


আলোর ঝংকারে ঝাপসা চোখ,

আড়ালে দেখি চাঁদমনিকে ,যেন স্বপ্নের ঘোরে,

নিমেষে আবার হারিয়ে যায় ,

পুরনো স্বপ্নকে চাপা দিয়ে আবার,

নতুন স্বপ্ন দেখতে দেখতে,

আমিও ঢুকে যাই আলোর ঘূর্ণিতে ।

No comments:

Post a Comment