বাজপাখি
বিজন মজুমদার
মা -পাখি অনেক কষ্ট করে
আপন সন্তানের জন্য
অনেকটা খাবার জমিয়ে ছিল ঘরে ,
যাতে অসময়ের ডাক
সামাল দেওয়া যায় !
বেশ হাসিতে আনন্দে চলছিল
পাখিদের সংসার !
হঠাত্ একদিন এক বাজপাখি এসে
হুকুম করল জারি :
কোন খাবার জমা রাখা যাবে না
নিজের কাছে ,
সব রেখে দিতে হবে
বাজপাখির ডেরায় !
আকাশ ভেঙে পড়ল
মা -পাখির উপর !
সংসারের কাজ ফেলে জমানো খাবার
বাজপাখির ডেরায় রেখে আসা ,
আবার একটু একটু করে
বাজপাখির ডেরা থেকে
খাবার চেয়ে নিয়ে এসে
ছানার মুখে তুলে দেওয়া !
এ বাজপাখির চোখে চোখ রেখে
কথা বলবে যে পাখি ,
কোথায় ,কোথায় সে ?
No comments:
Post a Comment