মন্দ ভালবাসা
অমিতাভ সরকার
ভালবাসা একটা পাপ
পাপের বিষে শেষ হয়ে যায়
এক একটা দেবদাস, ডায়না।
রোমনগরী ধংস হয়ে
রয়ে যায় - ইতিহাসের পাতায়।
ভালবাসা একটা অভিশাপ
তারই জেরে পরকীয়া,
সাজানো সংসার শ্মশান ।
আত্ম আর ভ্রূণহত্যা,
আবেগ দংশায় বিবেকের গায় ।
ভালবাসা কর্মনাশা
ছড়ার নেশা পড়ার খাতায়,
কাজের সময় কল্পনা।
ঘুম কেড়ে নেওয়া রাত্রি -
ধর্ম ভালবেসে, দাঙ্গা অবশেষে।
ভালবাসা সর্বনাশা -
আঘাত-ই যার প্রতিদান।
পতঙ্গ মরে আগুন ভালবেসে,
আজীবন জ্বলে রাধা, আর -
তোমাকে ভালবেসে,
কুমারী মা আমি শেষে ।
No comments:
Post a Comment