মৃত শহর
নন্দিতা কার্জী
আরশিতে বার খানেক তোমার ঝলক পেতে
নিম্নগামী নাবতে দেবোনা বলেও ফের নেবেছিল...
ওই নরম শিশুমনটাকে বারে বারে জন্ম দিই আমার ভাঙা হৃদয়টাতে ৷
ফের থামলে ?
থামো এবার তোমার মৃত শহরটাতে ৷
আমার আমিটাকে এবার গুটিয়ে নেবো
জমলে শীতে ৷ জল গলনও হয় ভরা গ্রীষ্মের তাপে ;
বরফ ঢাকা চাদরে প্রচন্ড অভিযোগ
তাইতো নাকের উপর বয়ে যায় ঠান্ডা হিমেল স্রোত ৷
তুমি আর তোমার মৃত শহরটাতে ৷
কুয়াশা ঢাকা নাকি মেকি ধোঁয়ার আস্তরণ ?
জল ছলাৎ আমার হৃদয় ভাঙা গর্ভটাতে ৷
আরশিতে মুখ ফের দেখি স্বচ্ছ-স্ফটিক নাকি কালির ছোপ ?
আমার দেখা তোমার মৃত শহরটাতে ৷
নষ্ট নাটক...
নষ্ট ফুল, নষ্ট হওয়া যত অভিমান পুষিয়ে নেবো
তোমার ধুলো হীন মৃত শহরটাতে ৷
No comments:
Post a Comment