রাই বিরহ গাঁথা
সৌম্যদীপ চক্রবর্ত্তী
শ্রীমতি হৃদয়ে ছিল যত প্রেম জমা
অভিসারর মাদকতা আসক্তি বাড়ায়,
যমুনারর বুকে আঁকা নীলাভ উপমা
মোহন বাঁশীর সুরে কোথায় হারায়?
হৈমন্তী-পূর্ণিমা রাস- যুবতি বয়স
চেনাা সখী অলিগলি মধুবনে মেশে;
নিকুঞ্জেে যুগল মায়া নিঃসঙ্গ নিরস
আলো-হাসি মুছে ফেলে যোগিনীর বেশে।
অভিমানী চাবুকের আহ্লাদী ক্ষত-
পুষ্পবৃষ্টিি হ'য়ে আনবে সুদিন,
নাা বলা ইচ্ছে-কথা আজও আছে যত;
সেদিনইই মেটাব প্রিয় প্রতিক্ষার ঋণ।।
No comments:
Post a Comment