Sunday, December 6, 2020


 





অঘ্রান

                 ‎ সুনন্দ মন্ডল


প্ৰতিটা অঘ্রান এলেই জাগে আঘ্রান

নবান্নের সুরে মাতে বাঙালি।

উৎসবের আমেজ ঘিরে প্রতি পল্লবে

আকাশে বাতাসে দেখো কথাকলি।


ভেজা গলায় আগামীর আঁচ

মাস জুড়ে ধানের গন্ধ।

চাষী থেকে গৃহস্থের আনন্দে

প্রকৃতিতেও নতুন ছন্দ।


সুরে গাঁথা মাসের প্রহর আর কত্থক

সত্যের সন্ধানে শীতল শুভেচ্ছা।

রৌদ্রের বিলাসিতার ছাপ মাটিতে

মানুষের শুধু বেঁচে থাকার ইচ্ছা।

No comments:

Post a Comment