- ধ্বংসের ভ্রূণমন্দিরা ঘোষপৃথিবী তার বল্কল খুলে রাখে সৃষ্টিকর্তার পায়ের তলায়। চাঁদের পাংশু মুখে দীর্ঘতর কলঙ্কের ছায়া। সমস্ত প্রেমিক প্রেমিকার স্তবগান জমা পড়ে অন্ধকার চাঁদের গুহায়।যান্ত্রিক আলোয় যুবতীর নগ্ন শরীরে বৃশ্চিকদংশনের ক্ষত। ধর্ষকাম পুরুষের বিষে নীল নাভিপদ্ম। লালিত্যহীন রমনের ইতিহাস লিখে রাখে নিশাচরী বসুধার কোমল বুক। স্বার্থের লালায় স্যাঁতসেঁতে পিচ্ছিল তীর্থপথে মায়াবী ওড়নার জাল পাতা। সৃষ্টিকর্তার চোখ বিস্ময়জলে ধুয়ে যায়। সযত্নে বল্কলের সব অপমান তুলে নেয়; ভরে দেয় ধ্বংসের ভ্রূণ পৃথিবীর গর্ভেগৃহে।।

No comments:
Post a Comment