Friday, January 13, 2017

রাত বিলাস 
মৌসুমী চৌধুরী 

আঁধার নামতেই 
শরীরী আঁচে তপ্ত হয়ে ওঠে 
পৌষের বিষন্ন সন্ধ্যে ।
উগ্র প্রসাধনে হেঁটে চলে অনামিকা.....
শপিং মলের চোখ - ধাঁধাঁনো আলোও 
চাপা দিতে পারে না 
বুকের চাপ চাপ আঁধার !
মাথার ওপর এক আকাশ জ্যোত্স্নায় 
চাঁদের বুড়ি চরকা কাটে আনমনে ।
কলঙ্কের পাঁকে ফোটে অব্যক্ত যন্ত্রণা !

ওদিকে জান্তব খিদে চাগাড় দেয় 
সুস্বাদু চর্বিহীন দেহ -বিপনীতে ।
চকচকে চামড়া বিকিয়ে যায় 
ঘন্টার  মাপনীতে !
বিষাক্ত ধারালো নখ ছিঁড়ে খুঁড়ে দেয় 
এক গুচ্ছ ফুটন্ত গোলাপ ।
......অনামিকার মুখে নির্লিপ্তির বলিরেখা 
মনন জুড়ে সুস্বাদু খাবারের ঘ্রাণ ।

 রাষ্ট্রের গালে চাপটাঘাত .....
বিবেকের রক্ত ক্ষরণ হয় কবির 
  বুকের রক্তে তিনি  লিখে চলেন 
মহানগরের অস্থির যাপন 
আর পৌষালী রাত বিলাস !

No comments:

Post a Comment