Thursday, January 19, 2017

অভিমান

কৌশিক চক্রবর্ত্তী


টেলিফোনটা সারাদিন ব্যস্ত কেন? তুমি ছুঁয়ে রেখেছো তাকে? তোমার ছোঁয়া নিয়ে সে কি মিলিয়ে গেছে দিগন্তের কোলে? আমি তবে সেই ছোঁয়াটুকু নিতে পাখি হয়ে নীল চরাচরে ধাই... চলার মুহূর্তে যদি আকাশেও তোমার ডাক আসে উপেক্ষা করবো না, সারা শরীর জুড়ে শুধু সমস্ত আলোছায়া মেখে তোমার বার্তা করে নিই খোদাই! টেলিফোনটা নিরবেই ব্যস্ত বলে... তুমি কি আশ্রয় চেয়েছো তার কাছে? তোমাকে আশ্রয় দিতে কি সে হারিয়েছে সাগরের নীলে? আমি জীবন সেজে অস্তাচলে ঢেকে তলিয়ে যাবো চোখের আড়াল থেকে যখন তোমার বার্তা আসবে, আমায় চাইবে ক্ষণে... আমি বলবো বিষাদ আমি লুকিয়ে আছি গভীর ক্ষতে বাঁচার অন্ত্যমিলে! তাও তো ব্যস্ত তোমার টেলিফোন বাজছে.... বাজছে.... বাজছে.... কে যেন ধরেছে টুঁটি চিপে চিৎকার করে বলছে বেজোনা নিরব থাকো, লুকিয়ে থাকো... যে আকাঙ্ক্ষার বার্তা তুমি যে আতিথ্যের তৃপ্তি তুমি বিলীন হয়েছে সে অনেক দুরে অণুবৃত্তের শেষে! আমি তখনো ডায়াল করি... ফোন তো ঠিক বেজেই চলেছে... বেজেই চলেছে... আমার অব্যক্ত আড়ষ্টতা আমি বলেই চলেছি... বলেই চলেছি... বলেই চলেছি... তুমি কি শুনতে পাচ্ছো?


No comments:

Post a Comment