Wednesday, January 4, 2017

সম্পাদকের কথা


মুজনাই সাহিত্য পত্রিকার নতুন তৈরী হওয়া ব্লগে সবাইকে স্বাগত। নতুন বছরে সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা। হঠাৎ আমরা ব্লগে কেন? গত শতকের আশির দশক থেকে মুজনাই যাত্রা শুরু করেছিল সাবেক জলপাইগুড়ি জেলার ফালাকাটা থেকে। তখন ইন্টারনেট অনেক দূরের ব্যাপার। সাড়া জাগানো বেশ কিছু সংখ্যা প্রকাশের পর ফালাকাটার নদী মুজনাইয়ের মতোই শুকিয়ে যায় পত্রিকাটি। বন্ধ হয়ে যায় প্রকাশনা। বহুদিন পর ফেসবুকের সুবিধে নিয়ে গ্রুপ করে শুরু হয় আবার মুজনাইয়ের যাত্রা। অচিরেই এতো জনপ্রিয় হয়ে ওঠে সে যে আমরা ধারণা করতে পারিনি। এতো সাড়া আমাদের বাধ্য করে আবার পত্রিকা প্রকাশে। খুলতে হয় মুজনাইয়ের আলাদা প্রোফাইল। আবার প্রকাশ পেতে শুরু করে মুজনাইয়ের ছাপা সংখ্যাও। তবু...তবু শুধুমাত্র ফেসবুকে আটকে না থেকে আমরা ঠিক করি মুজনাইয়ে যাঁরা লিখছেন তাঁদের সবার লেখাকে আরও একটু ছড়িয়ে দিতে। তাই এই সিদ্ধান্ত। তাই ব্লগে আসা ফেসবুকের পাশাপাশি মুজনাই তাই ব্লগেও এখন। মুজনাই সাহিত্য পত্রিকার ফেসবুক গ্রুপ "মুজনাই" ও "ছোটদের মুজনাই" একইরকম থাকছে। থাকছে মুজনাই সাহিত্য পত্রিকার ফেসবুক প্রোফাইল। পাশাপাশি এই নতুন ব্লগ। ব্লগে লেখা পাঠান mujnaisahityopotrika@gmail.com ঠিকানায়। ফেসবুকের গ্রুপে পোস্ট করুন। যদিও ব্লগের ক্ষেত্রে আমরা একটু বাছাই করছি লেখা।
ব্লগে যেসব লেখা প্রকাশ পাবে তার লিঙ্ক দেওয়া থাকছে মুজনাই সাহিত্য পত্রিকার ফেসবুকের টাইমলাইনে। আপনার প্রকাশিত লেখা, পছন্দের লেখা শেয়ার করুন, অন্যদের উৎসাহিত করুন মুজনাই সাহিত্য পত্রিকার ফেসবুক গ্রুপ বা ব্লগে পোস্ট করতে।

No comments:

Post a Comment