"রাতপরীদের কান্না"
শম্পা দত্ত

রাতপরীদের গুমড়ে ওঠা কান্না,
বুভুক্ষ আধপেটা অর্ধনগ্ন দেহ
রূপোজীবিনীর।
কত বসন্ত ওদের অজানা!!
দেখেনি বিগত বসন্তের বাহারি
মরশুমি ফুলফোঁটা।
আজও শহর তাদের দেখে,
এখনো বাঁকা চোখে,
গণরাজ্যের তিনপয়সার পালায়
তাঁরা নটীবিনোদীনি।
হাজার পুরূষের চোখে
ভোগবিলাসীনি!!!!!
রাত্রির ঘন উতপ্ত নিঃশ্বাস
জানায় নুতন বাঁচার প্রত্যয়,
নটীর ইতিহাসে তাঁরা জীবন্ত
দলীল লেখে!!!!!
No comments:
Post a Comment