অর্ধনারীশ্বর
-------------------------------------------------
১
রোদফালি চিরে দেয় অমর শরীর।
কিছু ব্যবহৃত - হয়তো অব্যবহৃত।
যেটুকু প্রয়োজনীয় - মাঝি প্রশ্নে ধুয়ে ফেলে হাত।
কতোটা ফিরিয়ে দেওয়ার - শীতপাতার স্নায়ু।
বিবস্ত্র চুমুবাদে - ওড়ালেও পোড়ে না সময়।
বলো উর্বশী - কতো মেঘে ঈশ্বরকে বেচো সাধের আরশি।।
আধমুখি দরজা।পূজারি ও মন্দির।স্যাঁতসেঁতে দেওয়াল।
প্রশ্নের সাংখ্যিক আদিমতায় - পেট ফুঁড়ে বের হয় নিহত ময়াল।।

শব্দরূপ : রাহুল
No comments:
Post a Comment