@ বিপাশা-কে নিয়ে.........
শব্দরূপ : রাহুল
-------------------------------------------------------
না-প্রশ্নে কতোটা না।
অথবা কতোটা কিছুর শাপলা - খবর।
চলমান দেওয়াল
চলছে চলুক।
ছিঁড়ে যাক যোনীজ অপমান।
পেরেক সময়।
মুছছে মুছুক।
খোঁড়া হোক জ্যা-ঘুঙ্গুর।
নদীবর্তী আপেল খাঁজে - বুঝি না নীলতমা চুমুক।।
উঃফ্............বিপাশা।
তোমায়।শুধু তোমাকেই।গভীর।গভীরতর।একমাত্র।
ডাক-টিকিট!!!!
হিমবর্ণা কবরের ঠোঁট থেকে ছাড়িয়ে দাও প্রেমিকের ঠোঁট।
ব্যবধানে মরচে পড়ুক - রাতটুকু বাতিলের সোহাগ।
যেমন আদিম মশাগুলোর সহবাস।
..........ঠিক মানুষেরই মতো।
হাওয়ায় বৃদ্ধ হচ্ছে হর্ষকামী ধোঁয়া - সকলে প্রবঞ্চক।।
No comments:
Post a Comment